পিপিসি কিভাবে কাজ করে?

PPC কি? পিপিসি কিভাবে কাজ করে?

PPC কি?

পিপিসি হচ্ছে একটি ইন্টারনেট মার্কেটিং মডেল যেখানে অ্যাডভার্টাইজাররা তখনই পে করে যখন তাঁদের অ্যাডস এ ক্লিক পড়ে। PPC এর ফুল ফর্ম হলো Pay-Per-Click.

PPC কিভাবে কাজ করে?

PPC মডেল প্রাইমারিলি কাজ করে কিওয়ার্ড ভিত্তিক যেমন: ইউজার যখন কোন কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে, তখন ওই কিওয়ার্ডের রিলিভেন্ট অ্যাডসগুলো সার্প রেজাল্টে শো করে।

পিপিসি মার্কেটিং অ্যাডভার্টাইজারদের জন্য অনেক বেনিফিসিয়াল হয়ে থাকে কেননা এখানে স্পেসিফিক নিশ টার্গেট করে তাঁদের প্রোডাক্ট/সার্ভিস রিলিভেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছে আবার পে তখনই করতে হচ্ছে যখন তাঁদের অ্যাডসে ক্লিক পড়ছে । তাই এখানে অনান্য অ্যাডভার্টাইজমেন্ট মডেল এর তুলনায় কস্ট কাটিং হচ্ছে এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে সহজেই পৌঁছানো যাচ্ছে। 

গুগল বর্তমানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং অধিকাংশ ইউজারই গুগল অথবা বিং ইউজ করে থাকে, তাই যখনই PPC মার্কেটিং এর প্রসঙ্গ আসে তখনই সর্বপ্রথম গুগল অ্যাডস অথবা বিং অ্যাডস এর কথা মাথায় আসে।  সার্চ ইঞ্জিন মার্কেটিং পিপিসির সবথেকে জনপ্রিয় মাধ্যম। ইউজার যে প্রোডাক্ট খুঁজে সার্চ ইঞ্জিনে সার্চ করে, সেই প্রোডাক্টকে সার্চ রেজাল্টের একদম টপ পজিশনে ইউজারের সামনে নিয়ে যাওয়া সম্ভব PPC মার্কেটিং এর মাধ্যমে। 

তবে অনেকেই মনে করে থাকেন পিপিসি অ্যাডস শুধুমাত্র সার্চ ইঞ্জিনেই রয়েছে, কিন্তু এটা একটা ভুল ধারণা কেননা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অলমোস্ট সব অ্যাড নেটওয়ার্কেই এখন PPC অ্যাডভার্টাইজিং এভেইলেবেল রয়েছে। 

জনপ্রিয় কয়েকটি PPC অ্যাড নেটওয়ার্ক

  • Google Ads
  • Microsoft Ads
  • Facebook
  • Instagram
  • LinkedIn
  • Twitter
  • Pinterest
  • Amazon Ads
  • Bidvertiser
  • RevContent
  • AdRoll
  • BuySellAds
  • AdRecover
  • AdBlade

Leave a Comment

Scroll to Top