Tools

ডিজিটাল মার্কেটারদের প্রতিনিয়ত কোন না কোন ফ্রি / পেইড টুলস এর প্রয়োজন পড়ে। প্রয়োজনভেদে আমরা বিভিন্ন টুলস ইউজ করে থাকি, এই টুলসগুলোর আবার একাধিক অল্টারনেভিট ও রয়েছে। 

একজন নিউবি ডিজিটাল মার্কেটার অনেক সময় কনফিউশনে পড়ে যায় এত এত টুলসের মাধ্যে থেকে কিভাবে বেস্ট টুলসটা সিলেক্ট করবে? বা কোন কাজের জন্য কোন টুলস পারফেক্টভাবে সিলেক্ট করবে? আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি নিজেও এমন প্রবলেম ফেস করেছি তাই ভাবলাম আমি যে টুলসগুলো আমার প্রতিদিনের কাজে ব্যবহার করে থাকি সেটার একটা লিস্ট ডাউন করে শেয়ার করা যাক, এতে করে যারা এমন প্রবলেম ফেস করছে একটু হলেও তাঁদের হেল্প হবে।

আমি নিচে কিছু টুলসের লিস্ট দিচ্ছি যা আমি সবসময় ব্যবহার করে থাকি, এই লিস্টটা আমি রেগুলার আপডেট করবো এবং আপনাদের সাথে আরো নতুন নতুন বেস্ট সব টুলসের পরিচয় করিয়ে দিবো।

নোট: এই লিস্টে কিছু টুলসে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা আছে, যার মানে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে কোন টুলস পারচেস করেন আমি ছোট একটি কমিশন পাবো🙂

ডোমেইন হোস্টিং-

IT Nut Hosting: ডোমেইন হোস্টিং এ ক্ষেত্রে আমি বেশির ভাগ দেশীয় কোম্পানীগুলো ইউজ করে দেখেছি তার মধ্যে সবথেকে ভালো মনে হয়েছে IT Nut এর সার্ভিস। আমি ২০১৯ থেকে আইটি নাট ইউজ করছি এর মূল কারণ হলো এফোর্ডেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস এবং সেই সাথে ইনস্ট্যাস্ট কাস্টামার্র সাপোর্ট। আপনারা যারা ডোমেইন হোস্টিং নিতে চাচ্ছেন তাঁদের অবশ্যই রেকমেন্ডে করবো IT Nut এর সার্ভিস ট্রাই করে দেখার জন্য।

ক্লাউড-

DigitalOcean: আপনার যদি সার্ভার ম্যানেজমেন্টে ব্যাসিক স্কিল থাকে তাহলে শুরুতেই AWS বা Google Cloud এ না গিয়ে চোখ বন্ধ করে DigitalOcean এর সার্ভিস ট্রাই করতে পারেন, আমার কিছু ক্লায়েন্ট এর জন্য ডিজিটাল ওশান ইউজ করতাম এক কথায় অসাধারণ লেগেছে তাদের সার্ভিস । 

Cloudways: বাজেট প্রবলেম এবং সার্ভার ম্যানেজমেন্টে স্কিল যদি আপনার না থাকে তাহলে অনায়াসে Cloudways এর সার্ভিস ব্যবহার করতে পারেন। ক্লাউড ওয়েস এর সুবিধা হলো একই প্ল্যাটফর্ম থেকে আপনি DigitalOcean, Vultr, Linode, AWS, Google Cloud এর ম্যানেজড সার্ভিস ইউজ করতে পারবেন সেই সাথে যে কোন প্রবলেমে ২৪/৭ ইনস্ট্যান্ট সাপোর্ট তো আছেই।

গ্রুপ বাই এসইও টুলস-

SEO Tool BDDigitavision: বর্তমানে এসইও টুলসের যে আকাশ ছোয়া প্রাইজ, তাতে সবার পক্ষে বিশেষ করে যারা নিউবি ডিজিটাল মার্কেটার তাঁদের পক্ষে প্রথমেই এত হাই প্রাইজ টুলস পারচেস করা সম্ভব নয়। তাই তাঁদের জন্য বেস্ট সলিউশন হতে পারে গ্রুপ বাই টুলসগুলো, যেখানে খুবই কম খরচে একাধিক টুলসের এক্সসেস পেয়ে যাবেন। বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য সেলার গ্রুপ বাই টুলস সেল করছেন তাঁদের মধ্যে থেকে আমার সবথেকে বেস্ট মনে হয়েছে DigitaVision এবং SEO Tool BD কে। তাই যারা গ্রুপ বাই টুলস নিতে চাচ্ছেন অবশ্যই এই দুটি কোম্পানী ট্রাই করে দেখবেন।

ইমেজ-

Pixabay: কপি রাইট ফ্রি ইমেজের জন্য ফ্রি হিসেবে Pixabay ইউজ করে থাকি।

Freepik: প্রিমিয়াম সব ইমেজ এর জন্য আমি ফ্রিপিক প্রিমিয়াম ভার্সন ইউজ করি।

ওয়ার্ডপ্রেস থিম 

GeneratePress: ব্লগ সাইটের জন্য আমার সবচেয়ে পছন্দের থিম হচ্ছে জেনারেটপ্রেস। আমার ৬০-৭০% ব্লগসাইটে আমি Generatepress এর ফ্রি,পেইড উভয় ভার্সন ইউজ করে দেখেছি, এক কথায় অসাধরণ। তাই আপনারা যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন যদি বাজেট প্রবলেম না থাকে তো জেনারেটপ্রেস এর পেইড ভার্সন দিয়ে শুরু করতে পারেন আর বাজেট প্রবলেম থাকলে অসুবিধা নেই আপাতত ফ্রি ভার্সন দিয়েই শুরু করুন।

Astra: আমার পছন্দের লিস্টের ২য় নাম্বারে রয়েছে Astra থিম। মজার ব্যাপার হচ্ছে এই থিম দিয়ে শুধু আপনার ব্লগ সাইট ই নয় যে কোন ধরণের সাইট মনের মাধুরি মিশিয়ে কাস্টমাইজ করতে পারবেন।

JNews: যারা ওয়েবসাইটের ডিজাইন নিয়ে একটু বেশি সচেতন তাঁরা JNews থিম ট্রাই করে দেখতে পারেন। পারসোনালি আমার কাছে JNews প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর লাগে।

ওয়ার্ডপ্রেস প্লাগিন-

All-in-One WP Migration: ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে আমি খুবই সচেতন তাই আমার মাক্সিমাম সাইটের ক্ষেত্রে ব্যাকআপ প্লাগিন হিসেবে আমি All-in-One WP Migration প্রিমিয়াম ভার্সন ইউজ করে থাকি।

Rank Math: এসইও প্লাগিন আমি মোটামুটি সবগুলোই ইউজ করে দেখেছি তবে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে Rank Math কে। পারসোনালি আমি এটির ফ্রি, পেইড উভয় ভার্সন ই ব্যবহার করে থাকি, মজার ব্যাপার হলো Rank Math এর ফ্রি ভার্সনেই অনেক ফিচারর্স রয়েছে যা অনান্য এসইও প্লাগিনে পেইড।

Yoast SEO: আমি যখন নতুন এসইও শিখছিলাম তখন সর্বপ্রথম Yoast দিয়েই শুরু করেছিলাম। এটি দীর্ঘদিন ব্যবহার  করেছি আমি এখনো আমার বেশ কয়েকটা সাইটে Yoast ব্যবহার করি। অনান্য কিছু এসইও প্লাগিনে প্রায়ই বিভিন্ন বাগ থাকার কারণে প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস আপডেট আসার পর এটি বেশি হয়ে থাকে। এই দিক থেকে Yoast SEO এর স্ট্যাবিলিটি আমার কাছে সব থেকে ভালো লাগে কারণ এর বাগ কম।

Elementor: আমার প্রিয় একটি পেজ বিল্ডার হলো এলিমেন্টর। আমার ধারণা এটি শুধু আমার একার ই না, যারা Elementor ইউজ করেছে তাঁদের সবার কাছেই এটি জনপ্রিয় একটি পেজ বিল্ডার। এলিমেন্টর এর সবথেকে প্লাস পয়েন্ট হলো এটি ইউজ করা তুলনা মূলক খুবই সহজ। আপনি এখন যে সাইটে এই টুলস রেকমেন্ডেশন পড়ছেন সেটিও এলিমেন্টর দিয়ে তৈরি।

Litespeed / WP Fastest Cache: ক্যাশিং এর জন্য আমি সবসময় লাইটস্পিড এবং ডাব্লু পি ফাস্টার ক্যাশে এই দুইটি প্লাগিন ইউজ করে থাকি।

Wordfence Security: সাইটর সিকিউরিটি আমার কাছে সর্বোচ্চ প্রাইরোটি, তাই সিকিরিটি নিশ্চিত করার জন্য আমার পছন্দের টপে রয়েছে  Wordfence Security প্লাগিন।

iThemes Security: সিকিরিটির ক্ষেত্রে আমার পছন্দের ২য় লিস্টে রয়েছে iThemes আমার বেশ কিছু সাইটে এটি ব্যবহার করেছি।

ব্রাউজার এক্সটেনশন- 

Keywords Everywhere: ফাস্ট কিওয়ার্ড রিসার্সের জন্য আমি Keywords Everywhere এর পেইড ভার্সন ইউজ করি। এর সুবিধা হলো এটির প্রাইজ তুলনামূলক কম, মাত্র ১০ ডলারেই আপনি ১ লাক্ষ সার্চ করতে পারবেন।

Ubersuggest: এসইও এর জন্য আমি উবারসাজেস্ট এর ফ্রি এই এক্সটেনশনটি ইউজ করি।

SEO Minion: এছাড়া এসইও এর সুবিধার্থে আমি SEO Minion এর ফ্রি এই এক্সটেনশ ইউজ করে থাকি।

Grammarly: রাইটিং এর সুবিধার জন্য আমি গ্রামারলি প্রিমিয়াম ইউজ করি। স্পেলিং মিসটেক থেকে শুরু করে গ্রামার কারেকশন প্রায় সব ধরণের রাইটিং কাজেই এটি আমাকে অনেক হেল্প করে।

Loom: কুইক স্ক্রিন রেকর্ডার হিসেবে আমি লুম ইউজ করি এর স্পেশাল সুবিধা হলো এটি ক্লাউড বেজড কাজ করে।

Similarweb: ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ইনস্ট্যান্ট আইডিয়া নেবার জন্য আমি Similarweb ইউজ করি।

এই লিস্ট কখনোই শেষ হবার নই, চলছে চলবে…

Scroll to Top