ভিপিএস সার্ভার

ভিপিএস কি? VPS সার্ভার কীভাবে কাজ করে? কোথায় থেকে কিনবেন?

ভিপিএস এর পূর্ণরূপ হলো (Virtual Private Server)। একটি ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজির মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে ছোট ছোট সার্ভার তৈরি করা হয়, আর এই সার্ভার কেই VPS সার্ভার বলে। এই VPS সার্ভারগুলো প্রতিটি ইনডিপেনডেন্ট সার্ভার হিসেবে কাজ করে এবং সেখানে অপারেটিং সিস্টেম, স্টোরেজ, র‌্যাম এবং প্রসেসর থাকে, যদিও তা মূল ডেডিকেটেড সার্ভার এরই অংশ। 

ভিপিএস কত প্রকার?

ভিপিএস সাধারণত ২ প্রকার: Unmanaged VPS এবং Managed VPS  হার্ডওয়্যারগত দিক থেকে ম্যানেজড এবং আনম্যানেজড ভিপিএস এর মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু প্রাইজের দিক থেকে পার্থক্য রয়েছে।

Unmanaged VPS: যে ভিপিএস এ সার্ভার ম্যানেজমেন্ট আপনার নিজের ম্যানেজ করতে হবে তা আনম্যানেজড ভিপিএস।

Managed VPS: হোস্টিং প্রভাইডার যে ভিপিএস এর সার্ভার ম্যানেজমেন্ট কের দেয় তা ম্যানেজড ভিপিএস।

VPS কীভাবে কাজ করে?

মনে করুন, আপনার একটি কম্পিউটার আছে যেটির কনফিগারেশন: ৮ কোর সিপিইউ, ৮ জিবি র‌্যাম এবং ২৪০ জিবি স্টোরেজ। এখন কোন একটি সফটওয়্যার দ্বারা আপনার কম্পিউটার কে ছোট ছোট ৪ টি ভাগে ভাগ করলেন যার কনফিগারেশন ২ কোর সিপিইউ, ২ জিবি র‌্যাম এবং ৬০ জিবি স্টোরেজ। প্রত্যেকটি ভাগ একটি আলাদা কম্পিউটারের মতো কাজ করবে যার ফলে এই ৪ টি কে আপনি ৪ জন ইউজারের মাঝে ব্যবহার করতে দিতে পারবেন।

এখানে আপনার কম্পিউটার হচ্ছে ডেডিকেটেড সার্ভার, ছোট ছোট ৪ টি ভাগ হলো ভিপিএস সার্ভার, আর যে সফটওয়্যারের মাধ্যমে ৪ ভাগে ভাগ করা হলো সেটি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এভাবেই ডেডিকেটেড সার্ভার কে ভাগ করে ভিপিএস তৈরি করা হয়।

কেন ভিপিএস হোস্টিং ব্যবহার করবেন?

আপনার ওয়েব সাইট যদি মিডিয়াম বা বড় লেভেলের হয়ে থাকে তাহলে আপনার ভিপিএস হোস্টিং ব্যবহার করা উচিত। কারণ নরমাল ওয়েব হোস্টিং এর তুলনায় ভিপিএস হোস্টিং এর স্পিড কয়েকগুণ হয়ে থাকে এবং সেই সাথে অধিক সিকিউর।

শেয়ারর্ড হোস্টিং এ শুধুমাত্র ওয়েব সাইট হোস্ট করতে পারবেন, কিন্তু VPS হোস্টিং এ ওয়েবসাইট হোস্ট এর পাশাপাশি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, অ্যাপস, সফটওয়্যার হোস্ট ইত্যাদি যে কোন কাজে নিজের ইচ্ছা মতো কাস্টোমাইজ করে ব্যবহার করতে পারবেন, সার্ভার ম্যানেজমেন্ট শিখতে পারবেন।

কোথায় থেকে ভিপিএস হোস্টিং কিনবেন?

এখন বর্তমানে বাংলাদেশেই অনেক ভালো মানের হোস্টিং প্রভাইডার আছে যারা সুনামের সাথে দীর্ঘদিন যাবত সার্ভিস প্রদান করে আসছে যার মধ্যে IT Nut Hosting একটি।

IT Nut ভিপিএস সার্ভিস সমূহ

  • Managed VPS
  • Unmanaged VPS
  • BDIX VPS

আপনি আইটি নাট হোস্টিং থেকে ম্যানেজড, আনম্যানেজড উভয় ধরণের মাল্টিপল লোকেশনের  ভিপিএস পেয়ে যাবেন এবং সব থেকে মজার বিষয় হলো bKash, Rocket, Nagad সহ যে কোন বাংলাদেশী পেমেন্ট ম্যাথর্ড ইউজ করে পেমেন্ট করতে পারবেন।

Leave a Comment

Scroll to Top