ইউজার যদি তাঁর কাঙ্খিত কিওয়ার্ড সার্চ করে বাংলাতেই ভালো মানের তথ্য পেয়ে যায় তাহলে কেন ইংরেজী ব্লগে যাবে? কেনই বা বাংলা ভাষায় ব্লগ পড়বে না? আপনার নিজেকে দিয়েই এটা চিন্তা করে দেখুন। একজন ইউজার যখন তাঁর প্রয়োজনীয় তথ্য বাংলাতেই পাবে তখন কখনোই ইংরেজী ব্লগে যাবে না, কারণ সবাই তাঁর নিজ মাতৃ ভাষায় পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে।
ইংরেজীতে যেই পরিমাণ ব্লগ রয়েছে তা কল্পনারও বাইরে, তাঁরপরেও প্রতিনিয়ত লক্ষ লক্ষ ব্লগ সাইট তৈরি হচ্ছে যার কারণে কম্পিটিশনও বাড়ছে। তো এই দিক দিয়ে চিন্তা করে দেখুন, ইংরেজীতে যেই পরিমাণ ব্লগ সাইট রয়েছে বাংলাতে তাঁর ২-৩% নেই।
কিন্তু ইন ফিউচারে কি এমনি থাকবে? না থাকবে না, কারণ ইতিমধ্যে বাংলায়ও ব্লগ তৈরি করার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, হ্যাঁ ইংরেজীর তুলনায় সেই প্রতিযোগিতা অনেক কম। তবে খুঁশির খবর হলো বাংলা ব্লগের পাঠক দিন দিন বেড়েই চলেছে এবং সামনে আরো বাড়বে।
বাংলাতে ব্লগিং করে হয়তো ইংরেজীর মতো অত টাকা ইনকাম করতে পারবেন না এখন, তবে ভবিষ্যতের কথা চিন্তা করুন, যেমন ইন্টারনেট ইউজার বাড়ছে তেমনি পাঠক ও বেড়েই চলেছে । বাংলায় ভালো মানের ব্লগ খুব কম পরিমাণই দেখেছি, যে প্রতিযোগিতা এখন শুরু হয়েছে তা প্রায় বেশির ভাগই নিউজ সাইট নিয়ে শুরু হয়েছে।
অনেকেই বলে বাংলাতে একদমই ভিজিটর পাওয়া যায় না। তাঁদের উদ্দেশ্য বলি যদি ভিজিটর একদমই না থাকতো তাহলে Roar Media, Prothom Alo, Quora Bgngla ভিজিটর গুলো কোথা থেকে আসলো?
তাই এত কিছু না ভেবে যদি লেখার প্রতি আগ্রহ থাকে, ভালো মানের কনটেন্ট নিয়মিত পাবলিশ করতে পারেন তাহলে এখনি শুরু করা উচিত।