বাংলাদেশের সেরা ১০ টি ওয়েব হোস্টিং কোম্পানি

বাংলাদেশের সেরা ১০ টি ওয়েব হোস্টিং কোম্পানি

আমি যখন এই পোস্টটি লিখছি তখন দেশের হোস্টিং ইন্ডাস্ট্রি সবেমাত্র ভালোভাবে গ্রো করা শুরু করেছে। আর এর পেছনে রয়েছে বাংলাদেশের ভালো কিছু হোস্টিং কোম্পানীর অবদান, যারা তাঁদের সার্ভিস কোয়ালিটি এনশিউর করে ইউজারদের বুঝাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের হোস্টিং সার্ভিস কোন অংশেই বিদেশী হোস্টিং সার্ভিস এর তুলনায় কম নয়। বরং কোন কোন ক্ষেত্রে বিদেশী হোস্টিং এর তুলনায় দেশী হোস্টিং সার্ভিস কয়েকগুণ বেটার।

আজকে আমি কথা বলবো দেশীয় সেইসব কয়েকটি হোস্টিং প্রোভাইডারদের নিয়ে, যারা আমাদের দেশের হোস্টিং মার্কেটকে ভালো অবস্থানে নিয়ে যাবার জন্য রাত দিন ২৪/৭ পরিশ্রম করে যাচ্ছেন।

প্রথমেই বলে নিচ্ছি আমি এই পোস্টে যেসব কোম্পানীর নাম সিলেক্ট করেছি তাঁদের সম্পর্কে যথেষ্ট রিসার্স করেই সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী লিস্ট ডাউন করেছি।  কোনটা বড় কোম্পানী বা ছোট কোম্পানী সেই রেজাল্ট অনুসারে এই লিস্ট সাজানো হয়নি বরং কারা এই মুহুর্তে মার্কেটে ভালো সার্ভিস দিচ্ছে তার ওপর ভিত্তি করেই লিস্ট সাজানো হয়েছে। আমার এই লিস্ট ডাউনের সাথে যে আপনার একমত হতে হবে এমন কোন রুলস নেই। আমার কাছে যেই কোম্পানী ভালো মনে হচ্ছে সেটা আপনার কাছে নাও লাগতে পারে, আবার ভবিষ্যতে এইসব কোম্পানীর মান ভালো বা খারাপ হতেও পারে। আমি চেষ্টা করবো নিয়মিত এই লিস্ট আপডেট করার।

বাংলাদেশের সেরা ১০ হোস্টিং কোম্পানির তালিকা

আইটি নাট হোস্টিং – IT Nut Hosting

আমার লিস্টে একদম টপ পজিশনে রয়েছে IT Nut Hosting. ২০১৪ সাল থেকে কোম্পানীটি দেশের মার্কেটে সুনামের সাথে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। আইটি নাট হোস্টিং শুধু দেশের ভেতরেই নয় দেশের বাইরেও অসংখ্য কাস্টমারকে সার্ভিস প্রদান করে আসছে। 

শুরুতে IT Nut এর টার্গেটেড ক্লায়েন্ট শুধু প্রিমিয়াম সেগমেন্টে হলেও বিগত কয়েক বছরে তাঁরা মিডিয়াম থেকে প্রিমিয়াম প্রায় সব সেগমেন্টের কাস্টমারদেরই টার্গেট করে সার্ভিস প্রদান করে যাচ্ছে। যেহেতু তারা শুরু করেছিলো প্রিমিয়াম লেভেলের কাস্টমারদের টার্গেট করে তাই শুরুর দিকে তারা শুধুমাত্র হাই প্রাইজেই সার্ভিস প্রদান করতো কিন্তু এখন তাদের বর্তমানে যেই প্রাইজিং মডেল এতে মিড লেভলে থেকে প্রিমিয়াম কাস্টমার সবার কাছেই প্রাইজ এফোরর্টএবল। আইটি নাট এর স্পিড এবং কাস্টমার সাপোর্টের জন্য মার্কেটে তাঁদের জনপ্রিয়তা বেশি, তাঁরা ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করে থাকেন এমনকি আমি দেখেছি ঈদের দিন ও তাদের সাপোর্ট অফ থাকেনা।

আইটি নাট হোস্টিং এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • বিজনেস মেইল
  • উইন্ডোজ হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

এক্সনহোস্ট – Exonhost

Exonhost হচ্ছে মার্কেটে পুরাতন খেলোয়ার। ২০০৯ সালে কোম্পানীটি তাঁদের যাত্রা শুরু করেন এরপর কিছু কারণ বশত একাধিক বার তাঁদের কোম্পানী নাম পরিবর্তন করে বর্তমানে Exonhost নামে মার্কেটে বেশ সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছেন।

তাঁরা যখন বাংলাদেশে হোস্টিং সার্ভিস প্রদান করা শুরু করে তখন খুব কম সংখ্যক কোম্পীনই মার্কেটে এভইলেবেল ছিলো। দেশীয় হোস্টিং মার্কেটে যে ভালো কিছু করা সম্ভব তার অন্যতম উদাহরণ হলো এক্সনহোস্ট। গত কয়েক বছরে বাংলাদেশে অসংখ্য হোস্টিং প্রোভাইডার এসেছে গেছে, বেশিরভাগই সারভাইব করতে পারেনি কোম্পানী বন্ধ করে চলে গেছে সেই সাথে দেশীয় হোস্টিং এর বদনাম ছড়িয়েও গেছে, কিন্তু Exonhost সেই সময়েও ছিলো এখনো আছে এবং তাঁদের কার্যক্রম দেখে এটা বলাই যায় ভবিষ্যতেও থাকবে। এক্সনহোস্ট তাঁদের রিলেয়েবল সার্ভিস কোয়ালিটির জন্য জনপ্রিয়।

এক্সহোস্ট এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • ডেডিকেইটেড সার্ভার
  • বিজনেস মেইল
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

হোস্টএভের – Hostever

আমি যতটুকু জানি কয়েকটি ছোট বড় কোম্পানী মার্জ করে একত্রে Hostever শুরু হয়েছে। ইউজাররা অনেকেই তাঁদের Code for Host নামেও চিনে থাকে, যেটার বর্তমান নাম হোস্টএভার। 

২০১১ সালে হোস্টএভারের যাত্রা শুরু হয়, সেই থেকে বেশ ভালোভাবেই তারা মার্কেটে হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। একদম লো লেভেল থেকে প্রিমিয়াম লেভেল সব সেগমেন্টেই তারা হোস্টিং সার্ভিস প্রদান করে থাকেন। আমি যখন এই পোস্টটি লিখছি তখন যদিও তারা ২৪/৭ কাস্টমার সাপোর্ট দিচ্ছে না, কিন্তু এর বাইরেও তারা যেই সময়টুকু সাপোর্ট দিয়ে থাকেন তাতে বলাই যায় ইউজাররা সেটিসফাইড, আশা করি তারা আগামীতে খুব দ্রুতই ২৪/৭ কাস্টমার সাপোর্টের ব্যবস্থা করবেন।

হোস্টএভার এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • বাল্ক এসএমএস
  • বিজনেস মেইল
  • রিসেলার হোস্টং
  • উইন্ডোজ হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

হোস্ট মাইট – Hostmight

বাংলাদেশের পুরানো হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে Hostmight একটি। ২০১০ সাল থেকে তারা দেশীয় হোস্টিং মার্কেটে সার্ভিস প্রদান করে আসছেন। মূলত একদম লোয়ার সেগমেন্টের কাস্টমারদের টার্গেট করেই হোস্ট মাইট তাদের যাত্রার শুরু থেকেই ব্যবসা পরিচালনা করে আসছেন। 

হোস্ট মাইট সম্পর্কে আমি বলবো একদম টপ লেভেলেরও না আবার লো লেভেলেরও না, তার মিড লেভের কোম্পানী হয়ে এই মুহূর্তে মার্কেটে অবস্থান দখল করে আছেন। এই মুহূর্তে তারা ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রদান করছেন না, তবে তাঁদের কার্যক্রম দেখে মনে হলো খুব শিঘ্রই তারা এটির ব্যবস্থা করবেন।

হোস্ট মাইট এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • বিজনেস মেইল
  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

হোস্টটিয়ার – Hosttier

আমার এই লিস্টে Hosttier কে দেখে অনেকেই হয়তো অবাক হবেন, কেননা অধিকাংশ ইউজারই তাদের সম্পর্কে জানেনা আবার যারা জানে তারা বলবে একটা নতুন কোম্পানী কিভাবে টপ-১০ লিস্টে থাকে?

হ্যাঁ, যদিও হোস্টটিয়ার নতুন একটি কোম্পানী ২০২১ এ মাত্র তাঁদের যাত্রা শুরু হয়েছে কিন্তু বর্তমানে অনলাইন কমিউনিটিগুলোতে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তো বুঝতে পারবেন Hosttier যদি এইভাবে তাদের সার্ভিস কোয়ালিটি ডে বাই ডে ইম্প্রুভ করতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের হোস্টিং মার্কেটে ভালো অবস্থান দখল করবে। শুরুতেই তাঁদের কার্যক্রম এবং ইউজার ফিডব্যাক অনুযায়ী এটা বলাই যায় Hosttier নতুন কোম্পানী হলেও বর্তমানে বাংলাদেশের অনেক পুরোনো হোস্টিং কোম্পানীর তুলনায় ভালো সার্ভিস প্রদান করছে, দেখা যাক তারা ভবিষ্যতে ইউজারদের মাঝে কেমন অবস্থান তৈরি করতে পারে।

হোস্টটিয়ার এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • বাল্ক এসএমএস
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

ইবিএন হোস্ট – Ebn Host 

২০০৮ সাল থেকে Ebn Host দেশীয় হোস্টিং মার্কেটে সার্ভিস প্রদান করে আসছে, তাই এতে কোন সন্দেহ নেই যে ইবিএন হোস্ট বাংলাদেশের অন্যতম পুরোনো একটি কোম্পানী। ইবিএন হোস্টের মূল টার্গেট হলো লোয়ার সেগমেন্টের কাস্টমার অর্থাৎ যেসব কাস্টমার ফিচারর্স এবং সার্ভিস কম্প্রোমাইজ করতে প্রস্তুত কিন্তু বাজেট অল্প হতে হবে তাদের জন্য। লোয়ার সেগমেন্টে ইবিএন হোস্ট জনপ্রিয় একটি কোম্পানী। বর্তমানে তারা ২৪/৭ কাস্টমার সাপোর্ট প্রভাইড করছে না। 

ইবিএন হোস্ট এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

ওয়েব হোস্ট বিডি – Web Host BD

ওয়েব হোস্ট বিডি ২০১২ সাল থেকে বাংলাদেশে হোস্টিং সার্ভিস প্রদান করে আসছে। তাদের টপ লেভেলের কোম্পানীও বলা যাবে না আবার লো লেভেলে কোম্পানীও বলা যাবেনা, মূলত মিড লেভেলের একটি কোম্পানী হয়ে বেশ সুনামের সাথেই তাঁরা দেশীয় হোস্টিং মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসছেন। 

বর্তমানে ওয়েব হোস্ট বিডির ২৪/৭ সাপোর্টের ব্যবস্থা নেই। Web Host BD সম্পর্কে একটা জিনিস না বললেই নয়, তাঁরা কয়েক বছর আগে তাঁদের অফিসিয়াল Youtube Channel এ ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছু টিউটোরিয়াল তৈরি করেছিলেন যা ছিলো ইউজারদের জন্য খুবই হেল্পফুল কেননা এখন বর্তমানে টিউটোরিয়ালের অভাব না থাকলেও সেই সময়ে বাংলাতে খুবই কম সংখ্যাক ভালো টিউটোরিয়াল ছিলো ডোমেইন হোস্টিং সম্পর্কে। থ্যাংকস টু ওয়েব হোস্ট বিডি।

ওয়েব হোস্ট বিডি এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • ওয়েব ডিজাইন
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

হোস্টিং বাংলাদেশ – Hosting Bangladesh

হোস্টিং বাংলাদেশ ২০১২ সাল থেকে সার্ভিস প্রদান করে আসছে। ঠিক আগের কথাই আবারো রিপিট করতে হচ্ছে, Hosting Bangladesh টপ লেভেলের কোম্পানীও না আবার লো লেভেলের কোম্পানীও না, তাঁরাও মিডিয়াম পর্যায়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটা বিষয় লক্ষ্যণীয় হোস্টিং বাংলাদেশের সেটিসফাইড ক্লায়েন্টের সংখ্যা খুব একটা কম নয়, লোয়ার সেগমেন্টের কাস্টমারদের টার্গেট করে সার্ভিস প্রদান করছেন তাঁরা। এছাড়া আমার কাছে হোস্টিং বাংলাদেশের কাস্টমার সাপোর্ট ভালোই মনে হয়েছে।

হোস্টং বাংলাদেশ এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

জিয়ন বিডি – Xeon BD

দেশীয় হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে Xeon BD অন্যতম একটি পুরোনো কোম্পানী ২০০৫ সাল থেকে তারা সার্ভিস প্রদান করে আসছেন। জিয়ন বিডি এক সময় মার্কেটে দাপোটের সাথে ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে মার্কেটে হিউজ পরিমাণ কম্পিটিশন থাকায় তাদের অবস্থান আগের মতো নেই, তবে আশা করা যায় এই অবস্থান থেকে তারা খুব দ্রুতই  ওভারকাম করবে কেননা হোস্টিং ইন্ডাস্ট্রির অন্যতম হাতিয়ার হচ্ছে এক্সপেরিয়েন্স, যা জিয়ান বিডির মতো একটি পুরোনো কোম্পানীর কাছে যথেষ্ট আছে বলে আমার মনে হয়। আর সেই এক্সপেরিয়েন্স এর দ্বারাই তাঁদের ওভারকাম করে আগের অবস্থানে ফিরে যাওয়া কঠিন কিছু নয়। 

সাধারণত জিয়ন বিডি কর্পোরেট সেগমেন্টেই বেশি কাজ করে থাকে, তবে দেশের অন্যতম বড় কোম্পানী হিসেবে আমার মনে হয় তাঁদের লো লেভেল থেকে মিড লেভেলের কাস্টমারদের সাপোর্টে আরেকটু প্রাইরোটি দেওয়া উচিত।

জিয়ন বিডি এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • ওয়েব ডেভেলোপমেন্ট
  • ক্লাউড সার্ভিস
  • ভিপিএস সার্ভার
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

আলফা নেট – Alpha Net

Alpha Net বাংলাদেশের অনেক পুরোনো একটি কোম্পানী। ২০০১ সাল থেকে তারা হোস্টিং সার্ভিস প্রদান করে আসছেন। আলফা নেট দেশীয় কোম্পানী হলেও তাদের সার্ভিসের বড় একটা অংশ বিদেশে প্রভাইড করে থাকেন। 

বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্ট বিশেষ করে কর্পোরেটদের টার্গেট করে আলফা নেট ব্যবসা পরিচালনা করে আসছে তাই একদম সাধারণ এন্ড ইউজারের মাঝে Alpha Net ততটাও জনপ্রিয় না। আলফা নেট এর একটা বিষয় দারুণ যে যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত তাদের অবস্থান ধরে রেখেছেন এবং ডে বাই ডে উন্নতির দিকে আগিয়েছেন।

আলফা নেট এর সার্ভিস-সমূহ:

  • ওয়েব হোস্টিং
  • ডেডিকেইটেড সার্ভার
  • ওয়েব ডেভেলোপমেন্ট
  • বাল্ক এসএমএস
  • ক্লাউড সার্ভিস
  • ভিপিএস সার্ভার
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথর্ড: বিকাশ, রকেট, নগদ, পেপাল, পেওনার, বাংলাদেশী যে কোন ব্যাংক। 

Leave a Comment

Scroll to Top