404 Error

404 Error কি? কেন শো করে? কিভাবে সলভ করবেন?

404 Error মানে Not Found অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার থেকে যে রিকোয়েস্টটি করা হয়েছে তা ডাটাবেজ বা URL খুঁজে পাওয়া যায়নি। ক্লায়েন্ট সার্ভার যে রিকোয়েস্ট পাঠিয়েছি তা ঠিকই পাঠিয়েছে, কিন্তু ওয়েব সার্ভারের সেই রিকোয়েস্টের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।

404 Not Found কেন শো করে?

  • ভুল URL লিখে সার্চ করলে।
  • ডাটাবেজ থেকে ফাইল ‍রিমুভ হয়ে গেলে।
  • অন্য লোকেশনে ফাইল মুভ করে নিয়ে গেলে।

কিভাবে 404 Error সলভ করবেন?

Permalinks Change

যদি ওয়েবসাইটের সব লিঙ্কেই 404 দেখায় তাহলে permalinks change করে দিলেই সমাধান হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে permalinks এ গিয়ে কোন কিছু পরিবর্তন না করে শুধু save changes করে দিন এবং ওয়েবসাইট রিলোড দিয়ে চেক করুন।

.htaccess

.htaccess এর জন্য 404 প্রবলেম হয়ে থাকে, তাই  সি-প্যানেলে গিয়ে .htaccess ফাইলের কোড এডিট করে দিতে হবে। আর যদি .htaccess ফাইল ডিলেট হয়ে গিয়ে থাকে তা নতুন করে ক্রিয়েট করে দিতে হবে। 

যদি .htaccess ফাইল ডিলেট হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে নতুন .htaccess ফাইল ডাউনলোড করুন এবং আপনার সি-প্যানেলের ওয়েবসাইট হোস্ট ডিরেক্টরিতে গিয়ে আপলোড করুন।

অনেক ক্ষেত্রে .htaccess ফাইল হাইড অবস্থায় থাকে সেক্ষেত্রে সি-প্যানেলের টপ রাইট বারে Setting অপশন এ ক্লিক করে Show Hidden Files এ ক্লিক করে ফাইল শো করিয়ে নিতে হবে।

Browser cache

যদি কিছু ডিভাইসে এরোর শো করে আর অন্য ডিভাইসগুলোতে প্রবলেম না দেখায় তাহলে যে ডিভাইসগুলোতে এরোর শো করছে সেগুলোর Browser ক্যাশ,হিস্টোরি  ক্লিন করে ওয়েবসাইট ভিজিট করে চেক করে দেখুন।

Incognito, VPN, RDP Check

Incognito ব্রাউজার VPN বা RDP তে ওয়েবসাইট ভিজিট করে চেক করতে হবে।

Router, ISP Cache Clean

অনেক ক্ষেত্রে সব কিছু ট্রাই করার পরেও প্রবলেম সলভ হয়না সেক্ষেত্রে রাউটারের ক্যাশ ক্লিন করে নিতে হবে অথবা ISP এর সাথে যোগাযোগ করে ক্যাশ ক্লিন করে নিতে হবে এবং কম্পিউটারে গুগল ডিএনএস সেটআপ করতে হবে।

PC Update & Restart

PC তে উইন্ডোজ আপডেট জমে থাকলে আপডেট দিতে হবে তারপর ওয়েবসাইট ব্রাউজ করার চেষ্টা করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে permalinks এবং .htaccess ফাইলের জন্যই 404 প্রবলেম হয়ে থাকে। আশা করছি উপরের বর্ণিত কয়েকটি স্টেপ ফলো করেই আপনার ওয়েবসাইটের 404 Error সলভ করতে পারবেন।

Leave a Comment

Scroll to Top