আপনি SaaS শব্দটির সাথে হয়তো আগে থেকে পরিচিত বা পরিচিত না হলেও নিজের অজান্তেই ইতিমধ্যে SaaS এর অনেক সার্ভিস হয়তো ব্যবহার করে ফেলেছেন। কি কনফিউজড হচ্ছেন? কনফিউজড হবার কিছুই নেই, SaaS সম্পর্কে জানতে পারলেই আপনার কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে, তো চলুন জেনে নেয়া যাক।
আমরা জানি ফিউচার হচ্ছে ক্লাউড কম্পিউটিং, কিন্তু এটা এখন আর শুধু ফিউচার না, অলরেডি ক্লাউড কম্পিউটিং অনেক দূর এগিয়ে গেছে, কতদূর এগিয়েছে তা এই ৩ টি মডেল কে দেখলেই বোঝা যায়। IaaS, PaaS, SaaS এই তিনটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর অন্যতম জনপ্রিয় মডেল।
IaaS, PaaS, SaaS এর পূর্ণরূপ হলো:
IaaS: Infrastructure as a Service
PaaS: Platform as a Service
SaaS: Software as a Service
Table of Contents
Infrastructure as a Service (IaaS)
ধরুণ আপনি বিয়ের অনুষ্ঠান করবেন, তো কোন ডেকোরেটর দোকান থেকে আপনি চেয়ার, টেবিল, প্লেট, স্টেজ সাজানোর জিনিসপত্র ইত্যাদি সবকিছু ভাড়ায় নিলেন অর্থাৎ একদম র মেটেরিয়াল ভাড়া নিলেন এটাই IaaS
উদাহরণ: AWS EC2, Rackspace, Google Compute Engine (GCE), Digital Ocean, Magento 1 Enterprise Edition
Platform as a Service (PaaS)
বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেটর থেকে কোন কিছু ভাড়া না করে আপনি ডিরেক্ট একটা কমিউনিটি সেন্টার ভাড়া করলেন যেখানে অলরেডি স্টেজ, টেবিল ইত্যাদি প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র রেডিমেট সাজানোই আছে এটাকে বলতে পারেন PaaS
উদাহরণ: AWS Elastic Beanstalk, Heroku, Windows Azure (mostly used as PaaS), Force.com, OpenShift, Apache Stratos, Magento Commerce Cloud.
Software as a Service (SaaS)
এইবার আপনি ডেকোরেটর থেকে কিছু নিলেন না, কোন কমিউনিটি সেন্টার ও ভাড়া করলেন না এর বদলে কোন ওয়েডিং প্ল্যানার বা এই টাইপ কোন অরগানাইজেশনের হাতে যাবতীয় কাজ ছেড়ে দিলেন তারাই আপনার হয়ে সব A-Z সব কাজ করে দিলো আপনি শুধু কবুল, কবুল, কবুল বলে বিয়েটা সম্পন্ন করলেন 😀 এটাকে বলতে পারেন SaaS
উদাহরণ: BigCommerce, Google Apps, Salesforce, Dropbox, MailChimp, ZenDesk, DocuSign, Slack, Hubspot.